উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা সাক্ষী রইল এক মর্মান্তিক ঘটনার। স্বামীর সঙ্গে স্ত্রী যেতে চেয়েছিলেন শহরে কিন্তু তার স্বামী তাকে সঙ্গে নেয়নি। সেই রাগে তিন সন্তানসহ কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। শিশুসহ এক নারীর লাশ দেখে লোকজন স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ জানায়, স্বামী শহরে যাওয়ার পর ওই মহিলা তার মামার বাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু মামা বাড়িতে না গিয়ে সন্তানদের নিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে গন্ধ পেয়ে ওই মহিলার মৃতদেহ তিন শিশুসহ ওই কুয়োতে দেখতে পান গ্রামবাসী। পুলিশের কাছ থেকে খবর পেয়ে কুয়ো থেকে সবার লাশ উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)