আধ্যাত্মিক অনুষ্ঠানে লরিতে ডিজের ব্যবস্থা করেছিল কয়েকজন যুবক। আর সেই গাড়িতে যেতে গিয়েই ঘটল বিপত্তি। লরির সঙ্গে বিদ্যুতের তাঁর সংস্পর্শে আসতেই বিদ্যুতপিষ্ট হয়ে মৃত্যু ঘটে দুজনের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে (Hapur)। পুলিশ জানিয়েছে, ডিজে ইনস্টল করতে চলন্ত লরিতে উঠেছিল কয়েকজন যুবক। আর সেই গাড়িটি যখন দেহরাকুটিতে ঢোকে, তখন খাওয়ার জন্য লরিটি থামানো হয়। খাওয়া হয়ে গেলে যখন সবাই লরিতে ওঠে. তখন আচমকাই সেটি পিছনে যায় চালক। আর তখনই একটি ১১ হাজার ওয়াটেক হাই-টেনশন তার এসে দুই যুবকের গায়ে পড়ে। আর তাতেই বিদ্যুতপিষ্ট হয় তাঁরা। বাকিরা আতঙ্কে গাড়ি থেকে নেমে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে যুবকদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করে। ইতিমধ্যেই ওই লরি চালককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)