সংবিধানের ওপর আঘাতের অভিযোগ থেকে আদানি দুর্নীতি ইস্যু। শনিবার লোকসভায় শীতকালীন অধিবেশনে তাঁর বক্তৃতায় ঝড় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। গতকাল, শুক্রবার সাংসদ হিসেবে লোকসভায় তার প্রথম ভাষণে মোদী সরকারকে তোপ দেগেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। আর এদিন রাহুল তার বোনের সেই আক্রমণের সুর আরও ওপরে তুললেন।

২০০০ সালের সেপ্টেম্বরে উত্তর প্রদেশের হাথরাসে গণধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে এদিন সংসদে তার ভাষণে বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল। রায়বারেলির সাংসদ সম্প্রতি হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। হাথরাসের নির্যাতিতার পরিবার এখনও বিচারের জন্য সব জায়গায় যাচ্ছে। লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ তুলে বললেন, তিনি সম্প্রতি নির্যাতিতার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু যোগী রাজ্যে হাথরাসে দোষীরা বিনা দ্বিধায় প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। সেখানে নির্যাতিতার পরিবার বাইরে বের হতে ভয় পায়। ইউপি-র পুলিশ দোষীদের আড়াল করে চলেছে বলেও অভিযোগ রাহুলের।

হাথরাস নিয়ে রাহুলের অভিযোগ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)