স্কুলের মধ্যে পড়ুয়ার ব্যাগে বন্দুক। আর সেই বন্দুক দেখিয়ে সহপাঠীকে অপহরণ করল একদল কিশোর। গত শুক্রবার ঘটনাটি ঘটেছিল দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় একটি বেসরকারি স্কুল চত্বরে। জানা যাচ্ছে, স্কুল শেষের পর একাদশ শ্রেণির ওই নাবালককে পিস্তল দেখিয়ে ভয় দেখিয়ে এক নাবালক ও তাঁর সঙ্গীরা অপহরণ করে গাড়িতে তোলে। স্কুলের নিরাপত্তারক্ষী বিষয়টি দেখে তড়িঘড়ি সিআর পার্ক থানায় (CR Park Police Station) খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি গাড়ির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। অবশেষে শুক্রবার রাতেই অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ইতিমধ্যেই ৪ নাবালককে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ২০ রাউন্ড তাজা কার্তুজ।

দেখুন পোস্ট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)