চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে (Chandigarh University) ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। উশু চ্যাম্পিয়নশিপ (Wushu Championship) চলাকালীন এক প্রতিযোগী বেঘোরে প্রাণ হারালেন। বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত 'অল ইন্ডিয়া ইন্টার-ইউনিভার্সিটি' উশু চ্যাম্পিয়নশিপে ৮৫ কেজি ওজন শ্রেণীতে ভাগ নিয়েছিলেন মোহিত শর্মা। প্রতিযোগিতা চলাকালীন আচমকাই খেলায় ময়দানে মুখ থুবড়ে পড়েন ওই প্রতিযোগী। তিনি মেঝেতে পড়ে যেতেই তাঁর প্রতিদ্বন্দ্বী জয়ের আনন্দে লাফাতে শুরু করেন। তবে সন্দেহ হয় আম্পেয়ারের। ছুটে আসেন তিনি। মোহিতকে তোলার চেষ্টা করেন। তিনি উঠছেন না দেখে তড়িঘড়ি সকলকে ডেকেন। ছুটে আসেন মেডিক্যাল টিম। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয় প্রতিযোগীর। কিন্তু তা সত্ত্বেও প্রাণে বাঁচানো গেল না। তরুণ তাজা ক্রীড়াবিদকে হারিয়ে ক্রীড়া সম্প্রদায়ে শোকের ছায়া নেমেছে। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসাবে হৃদরোগকে চিহ্নিত করেছেন চিকিৎসকেরা।

উশু চ্যাম্পিয়নশিপ চলাকালীন হৃদরোগ মৃত্যু প্রতিযোগীরঃ

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)