সেনা আধিকারিক এবং তাঁর ছেলেকে পেটানো হল নির্মমভাবে। মাঝ রাতে  ওই সেনা অফিসার এবং তাঁর ছেলেকে মারধর করে বেশ কয়েকজন ব্যক্তি। নিজেদের পাঞ্জাব (Punjab) পুলিশের কর্মী  হিসেবে পরিচয় দিয়ে ওই কর্নেল এবং তাঁর ছেলেকে মারধর করা হয় প্রকাশ্য রাস্তায়। এবার পাঞ্জাবের পাতিয়ালায় এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল। যেখানে সেনা আধিকারিক এবং তাঁর ছেলেকে গাড়ি পার্কি ইস্যুতে মারধর করা হয় বলে খবর। পাতিয়ালার বাসিন্দা ওই কর্নেল এবং তাঁর ছেলে মাঝ রাতে রাস্তার পাশে থাকা ধাবায় বসে ম্যাগি খাচ্ছিলেন। আচমকা তাঁদের উপর চড়াও হয়ে মারধর শুরু করে কয়েকজন। সামান্য পার্কিং নিয়ে ঝামেলা না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়ে পুলিশ (Police) তদন্ত শুরু করেছে। তদন্তের জেরে পুলিশ জানিয়েছে,গুন্ডাদের কাজ এটি। তাই গোটা বিষয়টির খোঁজ খবর শুরু করা হয়েছে।

দেখুন রাত সাড়ে বারোটায় কীভাবে মারধর করা হল সেনা অফিসার এবং তাঁর ছেলেকে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)