দাবদাহে জ্বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও ব্যাপক গরম পড়েছে। এরই মধ্যে রাজধানী দিল্লিতে নামল স্বস্তির বৃষ্টি। মঙ্গলবার শেষ বিকেলে দিল্লিতে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। সঙ্গে বেশ আরামদায়ক বৃষ্টি। শেষ এপ্রিলের বৃষ্টিতে দিল্লিবাসীকে ভিজতে দেখা গেল। অফিস ফেরত অনেকেই আরামের বৃষ্টি মাথায় নিয়ে নিয়ে বাড়ি ফিরলেন।

তবে কলকাতাবাসীর জন্য তেমন কোনও সুখবর নেই। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। একটানা জারি থাকবে তাপপ্রবাহ। গ্রীষ্মের দাবদাহে নাকাল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাবাসী তীর্থের কাকের মত বৃষ্টির পথ চেয়ে বসে আছে। সকাল বিকেল আবহাওয়ার খবর চালিয়ে বসে থাকলেও মিলছে না বৃষ্টির পূর্বাভাস। আরও কিছুদিন সইতে হবে তাপপ্রবাহের জ্বালা। আগামী এক সপ্তাহ আবহাওয়ার কোন উন্নতি হবে না বলেই মঙ্গলবার জানালেন আলিপুর হাওয়া অফিসের বিজ্ঞানী ডাঃ সৌরিশ বন্দোপাধ্যায়।

দেখুন দিল্লির বৃষ্টির ভিডিয়ো

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)