রাস্তার ধারে ঘুপচি এক নাপিতের দোকানে ঢুকে দাড়ি কাটালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই অভিজ্ঞতার ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেল থেকে শুক্রবার শেয়ার করেন তিনি। দরিদ্র নাপিতের চোখের জল দেখে মন ভারী হয়ে যায় কংগ্রেস সাংসদের। এক্স হ্যান্ডেলে লেখেন, এই নাপিতের কান্না আজ ভারতের প্রতিটি শ্রমজীবী ​​দরিদ্র ও মধ্যবিত্তের চোখের জলকে তুলে ধরেছে। সাম্প্রতিক অর্থনীতিতে মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়া মুদ্রাস্ফীতির প্রসঙ্গ তুলে রাহুল যোগ করেন, নাপিত থেকে মুচি, কুমোর থেকে ছুতোর- সমাজের প্রতিটি স্তরে ক্রমহ্রাসমান আয় এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি কায়িক কর্মীদের কাছ থেকে তাদের দোকান, তাদের ঘর এমনকি তাদের আত্মসম্মানও কেড়ে নিচ্ছে। কংগ্রেস নেতার আরও সংযোজন, বর্তমানে প্রয়োজন এমন এক আধুনিক ব্যবস্থা এবং স্কিমের যা আয় এবং সঞ্চয় দুই বাড়াবে।

রাস্তার ধারের ঘুপচি নাপিতের দোকানে রাহুল... 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)