তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রর অভিযোগ করেন, তাঁর মোবাইল ফোন হ্যাক করার চেষ্টা চলছে। মহুয়া মৈত্রর পাশাপাশি কংগ্রেস নেতা পবন খেরাও মোবাইল ফোন হ্যাকিংয়ের চেষ্টা চলছে বলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। এবার বিষয়টি নিয়ে সরব হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল বলেন, বিরোধীদের কাজই হল দেশে কী চলছে, সে বিষয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করা। সাধারণ মানুষকে বোঝানো বর্তমান পরিস্থিতি। ফোন হ্যাকিংয়ের চেষ্টা করে বিরোধীদের অন্য পথে চালিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন রাহুল। পাশাপাশি তিনি আরও বলেন, 'এটা চোর এবং সমাজবিরোধীদের কাজের সামিল'। 'রাষ্ট্র পরিচালিত' হ্যাকারদের দ্বারা বিরোধীদের মোবাইলের তথ্য বের করে আনার চেষ্টা চলছে। এমন সতর্কবার্তা এর আগেও তাঁর দলের অনেকে পেয়েছেন বলে দাবি করেন রাহুল গান্ধী।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)