রাস্তার গর্তে গিয়ে ধাক্কা দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi's Convoy Hits Potholes) কনভয়। গুজরাটে (Gujarat) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় গর্তে গিয়ে ধাক্কা দেয়। খানাখন্দে ভরা রাস্তায় হঠাৎ করেই গর্তে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। এক নাগাড়ে বৃষ্টির জেরে গুজরাটে আবহাওয়া ক্রমশ খারাপ হতে শুরু করেছে। অত্যন্ত খারাপ আবহাওয়ার মাঝে প্রধানমন্ত্রীর কনভয় গর্তে গিয়ে পড়ে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
প্রসঙ্গত আজ থেকে শুরু হয়েছে শারদ নবরাত্রি। এইদিন থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে শক্তির আরাধনা। শারদ নবরাত্রি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি এই দিন থেকে জিসএসটি কমছে বহু জিনিসের উপর থেকে। ফলে রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। যেখানে গোটা দেশের মানুষ বিভিন্ন পণ্যের উপর থেকে জিএসটি কমার বিষয়টিকে উদযাপন করুন বলে জানান প্রধানমন্ত্রী।
দেখুন সেই ভিডিয়ো যখন প্রধানমন্ত্রীর কনভয় গর্তে ধাক্কা দেয়...
PM Modi's Convoy Hits Potholes – Bad Weather Forces Tough Road Trip | TV9Gujarati#PMModi #LothalToAhmedabad #BumpyRoads #GujaratNews #ModiConvoy #RoadTripFail #AhmedabadTraffic #BadWeather #TV9Gujarati pic.twitter.com/HquCHEMA0y
— Tv9 Gujarati (@tv9gujarati) September 20, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)