নয়াদিল্লিঃ শনিবার মহারাষ্ট্রের(Maharashtra) ওয়ারধায় (Wardha)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে(PM Narendra Modi) উষ্ণ অভ্যর্থনা জানালেন বানজারা(Banjara) সম্প্রদায়ের মহিলারা। এদিন মহারাষ্ট্র(Maharashtra) সফরে বানজারা সম্প্রদায়ের সন্তদের সঙ্গে সময় কাটান মোদী। সফর শেষে নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ওয়াশিমে বানজারা সম্প্রদায়ের সন্তদের সঙ্গে সাক্ষাৎ হল। সমাজের সেবায় তাঁরা যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।" মহারাষ্ট্র সফরে একাধিক প্রকল্প উদ্বোধন করেন মোদী। যার মধ্যে অন্যতম হল বানজারা বিরাসত মিউজিয়াম। এরপর ওয়াশিমে একটি সভায় যোগ দেন তিনি। এই সভায় বানজারা সম্প্রদায়ের মানুষদের কংগ্রেস অবহেলা করেছে বলে দাবি করেন মোদী। এদিন তিনি বলেন, "মহারাষ্ট্রের উন্নয়নের পথে বাঁধা হওয়া কংগ্রেসকে দূরে সরিয়ে রাখুন।"
ওয়াধারায় বানজারা সম্প্রদায়ের উষ্ণ অভ্যর্থনা পেলেন মোদী
Maharashtra | In Wardha, Several women from the Banjara community welcomed PM Modi. pic.twitter.com/TEeThsqz6p
— ANI (@ANI) October 5, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)