পোর্শে গাড়ি দুর্ঘটনা মামলায় প্রতিবাদে সরব পুণের (Pune) বাসিন্দারা। প্রথমত, মূল অভিযুক্ত নাবালকের জামিনের ছাড়া পাওয়ার পর পুলিশি তদন্তের ওপর প্রশ্ন উঠছে। সেই সঙ্গে, মূল অভিযুক্ত এবং তাঁর বাবা প্রতিনিয়ত নিজেদের নির্দোষ বলে প্রমাণ করাতে চাইছেন। এরমধ্যে বুধবার কিশোরের বাবা বিশাল আগারওয়ালকে যখন আদালতে তোলা হয়েছিল তখন প্রিজন ভ্যানে কালি ছেঁটায় প্রতিবাদীরা। গোটা ঘটনা এতটাই আচমকা হয় যে কিছু বোঝার আগে গাড়ির মধ্যে কয়েকজন পুলিশকর্মীর গায়ে কালি লাগে। তবে কোনওভাবে অভিযুক্তকে নিয়ে গাড়িটি আদালত চত্বর থেকে বেরোয়। অন্যদিকে বিক্ষুব্ধদের আটক করে পুলিশ।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)