দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে পর্যটকদের উপর যে সন্ত্রাসীবাদীরা হামলা চালিয়েছিল, এখনও তাদের ধরতে পারেনি সুরক্ষা বাহিনী। গত ২২ এপ্রিলের সেই জঙ্গি হামলার পর থেকেই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। এবার শোপিয়ান ও পুলওয়ামা জেলার বিভিন্ন এলাকায় হামলাকারী জঙ্গিদের সন্ধানে পোস্টার পড়ল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের খোঁজ দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা। পাশাপাশি তথ্য প্রদানকারীর পরিচয়ও গোপন রাখা হবে।
জঙ্গিদের খোঁজে কাশ্মীরের দুর্গম এলাকাগুলিতে চলছে চিরুনি তল্লাশি। হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। সন্ত্রাসীদের খোঁজ দিতে পারলেই ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু, ১৩ মে হয়ে গেল এখনও জঙ্গিরা অধরা। সন্ত্রাসবাদীরা সম্ভবত দক্ষিণ কাশ্মীরের দুর্গম এলাকায় লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। অথচ সন্ত্রাসীদের খোঁজই পাচ্ছে না সুরক্ষা বাহিনী। জঙ্গিদের মদতদাতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবুও সন্ত্রাসীদের নাগাল পাওয়া যাচ্ছে না।
#WATCH | Jammu & Kashmir | Posters appear in different parts of Pulwama District, announcing Rs 20 lakh reward on information of terrorists involved in Pahalgam terror attack pic.twitter.com/QN6cqfHq7r
— ANI (@ANI) May 13, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)