দীর্ঘ অসুস্থতার পর ৯২ বছর বয়সে মারা গেলেন রাই লোকনৃত্যের কিংবদন্তি ব্যক্তিত্ব পদ্মশ্রী রাম সহায় পাণ্ডে । মধ্যপ্রদেশের সাগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন। পরিবার সূত্রে জানা গেছে তাঁর শেষকৃত্য কানেরা দেব গ্রামে অনুষ্ঠিত হবে। রাই নৃত্যে পাণ্ডের অবদান স্থায়ী প্রভাব ফেলেছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব লোকশিল্পের প্রতি তাঁর নিষ্ঠা এবং রাই নৃত্যের বিশ্বব্যাপী স্বীকৃতির স্বীকৃতিস্বরূপ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি সাংস্কৃতিক পথিকৃৎ হিসেবে পাণ্ডের অপরিসীম অবদানের স্বীকৃতিস্বরূপ মধ্যপ্রদেশ এবং শিল্প জগতের অপূরণীয় ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছেন।
Padma Shri Ram Sahay Pandey passes away at 92.
He was a legendary figure in Rai folk dance and was awarded the Padma Shri in 2022 for his work in preserving and promoting Rai dance.#Bediacommunity #RamSahayPandey #PadmaShriRamSahayPandey pic.twitter.com/LBpGwBo60s
— All India Radio News (@airnewsalerts) April 8, 2025
রাম সহায় পাণ্ডে সামাজিক কলঙ্কের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিশেষ করে যেহেতু রাই প্রান্তিক বেদিয়া সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, যারা একসময় অপরাধী উপজাতি আইনের লক্ষ্যবস্তু ছিল। রাই নৃত্য সংরক্ষণ ও প্রচারে তাঁর কাজের জন্য ২০২২ সালে তিনি তে ভূষিত হন। তিনি 'নৃত্য শিরোমণি' উপাধিও পেয়েছিলেন এবং মধ্যপ্রদেশ সরকার কর্তৃক উপজাতীয় লোকশিল্প পরিষদে নিযুক্ত হন।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)