সংস্থার প্রচারের জেরে বিতর্কিত বিজ্ঞাপন। তীব্র সমালোচনার মুখে ওয়ো (OYO)। বিপাকে পড়েছে রীতেশ আগরওয়ালের (Ritesh Agarwal) নেতৃত্বাধীন আতিথেয়তা সংস্থা OYO রুমস। সংস্থার সাম্প্রতিক বিজ্ঞাপন হিন্দু ধর্মীয় গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করেছে। কাগজে বিজ্ঞাপন ছেপে ধর্মীয় সংস্থার ক্ষোভের মুখে ওয়ো। সদ্য একটি হিন্দি দৈনিকে ওয়ো রুমসের একটি বিজ্ঞাপন ছাপা হয়। হিন্দি হরফের ওই বিজ্ঞাপনের বাংলা অর্থ, 'ভগবান সব জায়গায় রয়েছে'। ঠিক তার নীচে লেখা, 'আর ওয়ো ও তাই'। সহজভাবে বলতে গেলে, ঈশ্বরের মতো, OYOও সর্বত্র রয়েছে। এই বিজ্ঞাপন মোটেই ভালো চোখে দেখছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। ক্ষুব্ধ ধর্মীয় গুরুদের অভিযোগ, OYO-কে ঈশ্বরের সঙ্গে তুলনা করে ধর্মীয় অনুভূতির প্রতি অপমানজনক এবং আপত্তিকর মনোভাব প্রকাশ করেছে রীতেশের সংস্থা।

ওয়ো-র বিতর্কিত বিজ্ঞাপনটি দেখুনঃ

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)