শিশুরা (Children) কি ওমিক্রনে (Omicron) আক্রান্ত হতে পারে? সিএসআইআরের ডিরেক্টর অনুরাগ আগরওয়াল বলেন, করোনায় আক্রান্ত হতে পারে শিশুরা। এমন সম্ভাবনা সব সময়ই রয়েছে। ভারতে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের মধ্যে শিশুদের সংখ্যাও ভাবাচ্ছে। শিশুরা আক্রান্ত হলে, তা জটিলতার পর্যায়ে খুব কম গেলেও, সংক্রমণ কমছে না। ফলে বড়়দের মতো সমহারে শিশুরাও করোনায় (COVID 19) আক্রান্ত হচ্ছে বলে জানান অনুরাগ আগরওয়াল। ফলে দেশের প্রত্যেকটি মানুষকে টিকাকরণের আওতায় নিয়ে আসতে হবে। দেশের যত সংখ্যক মানুষকে এখনও টিকাকরণের আওতায় আনা যায়, শিগগিরই তাঁদের টিকা দিতে হবে বলে জানান সিএসআইআরের ডিরেক্টর।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)