আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে এবার বিক্ষোভে কলকাতায় রিকশাচালকরা। আজ বিকালে রিকশা মিছিল শুরু হয় হেদুয়া থেকে।হেদুয়া থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট পর্যন্ত প্রতিবাদের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে তিলোত্তমার বিচারের দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল।মিছিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের গলায় ঝোলানো ছিল প্রতিবাদের ভাষায় লেখা প্ল্যাকার্ড এবং পোস্টার। কোনও পোস্টারে লেখা ‘আর কত পথ হাঁটলে তবে ধর্ষকদের বিচার হবে?’, কোনও পোস্টারে আবার লেখা ‘যতই করবে কণ্ঠরোধ, জোরালো হবে প্রতিরোধ’। এ ছাড়া, ‘নির্যাতিতার বিচার চাই’ লেখা একাধিক পোস্টারও দেখা গিয়েছে এই মিছিলে।

 

একজন রিকশাচালক অরবিন্দ যাদব বলেছেন, "আমরা আরজি কর কলেজে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ করছি। গরীব সহ সকলের মা-বোন আছে। আমরা বিচার চাই এবং তাই আমরা এখানে আছি।"

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)