অসমে চালু অরুণোদয় প্রকল্প (Orunodoi Scheme Benefits)। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) ২০২০ সালে মহিলাদের জন্যে অরুণোদয় প্রকল্পের রূপায়ন করেন। পিছিয়ে থাকা মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অসম মুখ্যমন্ত্রী (Chief Minister of Assam) অরুণোদয় প্রকল্পের দ্বিতীয় ধাপের কথা ঘোষণা করেন। জানান, অরুণোদয় প্রকল্প দ্বিতীয় ধাপে অধিষ্ঠিত হতে চলেছে। ১০ এপ্রিল থেকে শুরু হবে অরুণোদয় প্রকল্পের দ্বিতীয় ধাপ। বাড়িয়ে দেওয়া হয়েছে প্রকল্পে প্রদান করা অর্থের পরিমাণ। রাজ্যের ২৭ লক্ষ ৬০ হাজার মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। যারা প্রতিমাসে ১,২৫০ টাকা করে পাবেন। হিমন্ত এও জানিয়েছেন, এর জন্য রাজকোষ থেকে মাসিক ৩৪৫ কোটি টাকা খরচ হবে।
দেখুনঃ
অৰুণোদয় আঁচনিৰ দ্বিতীয় পৰ্যায়ৰ অধীনত ২০২৩ চনৰ ১০ এপ্ৰিলৰ পৰা ৰাজ্যৰ ২৭ লাখ ৬০ হাজাৰ হিতাধিকাৰীয়ে প্ৰতিমাহে ১,২৫০ টকাকৈ আৰ্থিক অনুদান লাভ কৰিব। ইয়াৰ বাবে ৰাজকোষৰ পৰা মাহিলী ৩৪৫ কোটি টকা ব্যয় হ'ব।#Orunodoi pic.twitter.com/wLQUZ6quF8
— AIR News Guwahati (@airnews_ghy) December 15, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)