নয়াদিল্লি: জোর করে (Forcefully) একজন মহিলার (Woman) সঙ্গে এক ব্যক্তির (Man) নগ্ন অবস্থার ভিডিয়ো (Nude Video) তুলেছিল তিন ব্যক্তি। পরে সেই ভিডিয়ো দেখিয়ে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল (Blackmail) করার অভিযোগ উঠেছিল। তার জেরে গ্রেফতার হতে হল অভিযুক্তদের। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লিতে (North-East Delhi)।

সংবাদসংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, জোর করে এক ব্যক্তির সঙ্গে একজন মহিলার নগ্ন ভিডিয়ো তুলেছিল অভিযুক্তরা। পরে নিজেদের পুলিশ (Police) বলে পরিচয় দিয়ে ওই ব্যক্তিকে ব্ল্যাকমেল করে টাকাও (Extortion) চাইছিল। না দিতে রাজি হওয়ায় তাঁকে মারধরও করে।  কিন্তু, তাতেও আর মানেননি নির্যাতিত। ওই তিন ব্যক্তিকে টাকা না দিয়ে তিনি দ্বারস্থ হন পুলিশের। শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির জ্যোতি নগর পুলিশ স্টেশনে (Jyoti Nagar) একটি এফআইআরও (FIR) দায়ের করেন। তার ভিত্তিতেই তিন অভিযুক্তকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)