নয়াদিল্লিঃ বাবার (Father) ফেলে দেওয়া বিঁড়ি মুখে তুলতেই মৃত্যু। হাসপাতালে (Hospital)মৃত্যু ১০ মাসের শিশুর (Baby)। মৃত শিশুর বাবার বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ মা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মেঙ্গালুরুতে। অভিযুক্ত যুবকের নাম বিট্টু কুমার। গত ১৪ জুন বাড়িতে ছেলের সঙ্গে খেলা করছিলেন বিট্টু। সেই সময় বিঁড়িতে টান দিয়ে পাশেই ফেলেন সেটি। এরপর বাবার চোখের আড়ালে সেই বিঁড়িটি তুলে মুখে দেয় শিশু। তাকে নিয়ে সঙ্গে সঙ্গে ছোটা হয় হাসপাতালে। কিন্তু সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ১০ মাসের শিশুর। এরপরই স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন স্ত্রী লক্ষ্মীদেবী। তাঁর অভিযোগ, আগেও যেখানে সেখানে বিঁড়ি খেয়ে ফেলত স্বামী। বারবার বারণ করা সত্ত্বেও শুনতেন না তিনি। শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা লক্ষ্মীদেবী। এরপরই স্বামীর বিরুদ্ধে থানায় যান তিনি। ইতিমধ্যেই বিট্টু কুমারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে পুলিশ।

বাবার ফেলে দেওয়া বিঁড়ি মুখে দিতেই বিপত্তি, মৃত্যু ১০ মাসের শিশুর

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)