রবিবার শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী-সহ মোদী মন্ত্রিসভার প্রত্যেক সদস্যই রবিবার সন্ধে ৭.১৫-য় শপথ নেবেন। রাষ্ট্রপতি ভবনের তরফে শুক্রবার এমনই জানানো হয়েছে। অর্থাৎ ৯ জুন সন্ধে ৭.১৫-য় নরেন্দ্র মোদী যেমন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তেমনি তাঁর মন্ত্রিসভার সদস্যরাও প্রত্যেকে শপথ নেবেন। শুক্রবার বিজেপি যখন এনডিএ (NDA) শরিকদের সর্বসম্মতিক্রমে রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন হতে চলেছেন, তা দেখে উৎজীবিত দলের কর্মী, সমর্থকরা। নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ানদের যৌথ সম্মতিক্রমে এবারও এনডিএ জোটের নেতা, লোকসভার নেতা এবং দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হচ্ছেন নরেন্দ্র মোদী। এই তৃতীয়বারের মোদী সরকার (Narendra Modi Govt) অর্থাৎ মোদী ৩.০ সরকারের কাছে দেশের মানুষের আশা আকাঙ্খা অনেকটাই বেশি।
আরও পড়ুন: NDA Government Formation: 'ডুবছে ইন্ডিয়া জোট', কটাক্ষ নরেন্দ্র মোদীর
দেখুন ট্যুইট...
The President will administer the oath of office and secrecy to the Prime Minister and other members of the Union Council of Ministers at 7.15 pm on June 09, 2024, at Rashtrapati Bhavan. pic.twitter.com/DLFtoNzVob
— ANI (@ANI) June 7, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)