স্বাধীনতা দিবসের আগের দিন তল্লাশি অভিযান চালাতে গিয়ে গুজরাট থেকে উদ্ধার ৫০ প্যাকেট নিষিদ্ধ মাদক। যার ওজন ৬০ কেজি ১৫০ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩০.০৭ কোটি টাকা। জানা যাচ্ছে বুধবার রাতে নাভসারি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান জালালপুরের অঞ্জল গ্রামে (Aonjal Village) তল্লাশি অভিযান চালায়। আর তাতেই মেলে সাফল্য। ইতিমধ্যেই মাদকের প্যাকেটগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই কারণে গোটা এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, এই ঘটনায় বড় চক্র জড়িয়ে রয়েছে।
এর আগে অগাস্ট মাসে আহমেদাবাদে একটি মাদক চক্রের হদিশ পায় গুজরাত পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়ছিল তরল এমডি। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে মহারাষ্ট্রে অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। সেখান থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের নাম ছিল মহম্মদ ইউনুস এবং মহম্মদ আদিল। এই তল্লাশি অভিযানে সব মিলিয়ে ৮০০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়ছিল।
Gujarat: Navsari Police seizes 50 packets of narcotic drugs from Aonjal village
Read @ANI story | https://t.co/MxmYW84GT0.#narcoticdrugs #NavsariPolice #Gujarat pic.twitter.com/IauRaz0S30
— ANI Digital (@ani_digital) August 15, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)