অশান্ত বাংলাদেশ নিয়ে ভারতের পদক্ষেপ কী হবে এই নিয়ে সম্প্রতি সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। তবে তাৎপর্যপূর্ণভাবে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার এই নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ (Jairam Ramesh)। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি এবং সেই বিষয়ে ভারতের কী অবস্থান হবে এই নিয়ে কেন্দ্র সরকার যে সর্বদলীয় বৈঠক ডেকেছিল তা অত্যন্ত ভালো পদক্ষেপ ছিল। এর মাধ্যমে বোঝা গিয়েছিল যে সরকার বাংলাদেশ ইস্যু নিয়ে কতটা গুরুত্ব নিয়ে ভাবছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী কেন এই বৈঠকে ছিলেন না। শুধু এই একটা বৈঠকই নয় কোনও সর্বদলীয় বৈঠকেই তাঁকে দেখা যায় না। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিন্তু এমন ছিলেন না। বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল সেই সময় সর্বদল বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)