উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে (Prayagraj) চলছে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভের মেলা (Mahakumbh 2025)। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় এক মাস হতে চলল মহাকুম্ভের মেলা শুরু হয়েছে। তা সত্ত্বেও ভিড়ের অন্ত নেই। নিত্য লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটছে সেখানে। পুণ্যার্জনের আসায় রোজই লক্ষাধিক ভক্ত প্রয়াগে ছুট যাচ্ছেন। মৌনী অমাবস্যায় 'অমৃত স্নান' করতে এসে ভিড়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ জন পুণ্যার্থী। রবিবার প্রয়াগরাজে ভিড়ের মাত্রা এতই বেড়ে যায় যে সঙ্গম যাওয়ার পথে গাড়ির লম্বা লাইন লেগে যায়। সারি দিয়ে শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। সঙ্গমে পৌঁছনোর রাস্তায় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তীর্থযাত্রীদের যান চলাচলের জন্য পুলিশ ব্যারিকেড স্থাপন করে। ভিড়ের মাত্রা এতই বেড়ে গিয়েছে যে, সাময়িক সময়ের জন্যে বন্ধ করে রাখা হয়েছে প্রয়াগরাজ সঙ্গম স্টেশন।

সঙ্গমের রাস্তায় তীব্র যানজটঃ

সাময়িক সময়ের জন্যে বন্ধ করা হল প্রয়াগরাজ স্টেশনঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)