নয়াদিল্লিঃ বাবার শেষকৃত্য (Last Rites) নিয়ে দুই ভাইয়ের(Brother) মধ্যে বচসা। আর এবার বাবার মৃতদেহের ভাগ চাইল যুবক। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) তিকমগড়ের লিধোরাতাল গ্রামে। জানা গিয়েছে গত শনিবার মৃত্যু হয় ওই গ্রামের বাসিন্দা ধ্যানী সিং ঘোষের(৮৪)। বাবার মৃত্যুর পরই বচয়া বাঁধে তাঁর দুই ছেলে দেশরাজ এবং কিশানের মধ্যে। বচসা তুঙ্গে পৌঁছলে বাবার মৃতদেহ কেটে দু'ভাগ করার সিদ্ধান্ত নেনে কিশান। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং দাঁড়িয়ে থেকে ওই বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করায়।
বাবার শেষকৃত্য নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা, মৃতদেহ কেটে সমান ভাগ চাইল ছোট ভাই
Man Demands Half Of Father's Body Amid Dispute With Brother Over Last Riteshttps://t.co/ngwvCGXbtp pic.twitter.com/22G7AFitCJ
— NDTV (@ndtv) February 3, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)