টানা তিনবার দেশের মসনদে ফিরতে হলে মহারাষ্ট্রে গতবারের মত ভাল ফল করতেই হবে বিজেপিকে। কিন্তু লোকসভা ভোটের মুখে মারাঠা সংরক্ষণ আন্দোলন তুঙ্গে উঠেছে। বিজেপি সরকারকে ভয় ধরিয়ে বড় মারাঠা আন্দোলন করছেন সমাজকর্মী জারাঙ্গে পাতিল। মারাঠাদের জন্য বিশেষ কোটা বা সংরক্ষণ না দেওয়া পর্যন্ত অনশন আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি। মারাঠা আন্দোলন বড় রূপ নিতে ময়দানে নামল মহারাষ্ট্রের এনডিএ সরকার। আন্দোলনকারীদের দাবি মেনে ভোটের মুখে 'ম্যানেজ' করার চেষ্টায় শিন্ডে সরকার।
মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নবি মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ মূর্তির সামনে আন্দোলনকারীদের মঞ্চে উঠে মনোজ জারেঙ্গা পাতিলের সঙ্গে কথা বলেন। মহারাষ্ট্র সরকার আন্দোলনকারীদের বেশীরভাগ দাবি মেনে নেয়। এরপর পাতিলের অনশন ভাঙেন মুখ্যমন্ত্রী শিন্ডে।
দেখুন খবরটি
#WATCH | Maharashtra CM Eknath Shinde and Maratha quota activist Manoj Jarange Patil together garland the statue of Chhatrapati Shivaji Maharaj in Navi Mumbai
Patil is ending his fast today after the state government accepted the demands. pic.twitter.com/CxI3FPez0Z
— ANI (@ANI) January 27, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)