উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা উপলক্ষ্যে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে মধ্য রেল ৩৪ টি বিশেষ ট্রেন পরিষেবা দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে এই মহা কুম্ভমেলা চলবে। প্রতি ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। মহাকুম্ভে স্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন ৷ তাঁদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেনগুলি মুম্বই, পুণে,নাগপুর সহ দেশের বিভিন্ন প্রান্তের শহরগুলির মধ্যে চলাচল করবে। ডিসেম্বর মাসের ২০ তারিখ থেকে এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হবে।

প্রয়াগরাজের পূর্ণকুম্ভ মেলায় আগত তীর্থযাত্রীদের কথা মাথায় রেখেই পূর্ব রেলও মহাকুম্ভ স্পেশাল ৪২টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। এই স্পেশাল ট্রেনগুলি হাওড়া-তুনডলা, হাওড়া-ভিন্ড, মালদা টাউন-প্রয়াগরাজ হয়ে চলবে। যার মাধ্যমে 77 হাজার 500টি অতিরিক্ত বার্থ তৈরি করা সম্ভব বলেই পূর্ব রেল জানিয়েছে।

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)