কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandits) ফিরে আসুন। কাশ্মীরের (Kashmir) মানুষের সঙ্গে আবার একযোগে বসবাস করুন কাশ্মীরি পণ্ডিতরা। এবার এমনই মন্তব্য করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ( Mehbooba Mufti)। লোকসভা নির্বাচনের দিনক্ষণ যখন এগিয়ে আসছে, সেই সময় কাশ্মীরি পণ্ডিতদের ফিরে আসার বিষয়ে ফের সওয়াল করেন মুফতি। বলেন, উপত্যকা ছেড়ে কাশ্মীরি পণ্ডিতদের অন্যত্র যাওয়াকে বিজেপি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আর সেই অস্ত্র ব্যবহার করে ভোট বৈতরণী পারের চেষ্টা করছে বিজেপি। অথচ যাঁদের অস্ত্র হিসেবে বিজেপি ব্যবহার করছে, সেই মানুষগুলোর জন্য কিছু করছে না বলে অভিযোগ করেন মুফতি। কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে সিনেমা তৈরি করা হচ্ছে, তার জেরে ভুল বার্তা যাচ্ছে মানুষের কাছে। কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকায় ফিরে এবে, এই সব সিনেমার যোগ্য জবাব দেওয়া যাবে বলেও মন্তব্য করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
শুনুন কী বললেন মেহবুবা মুফতি...
#WATCH | J&K PDP Chief Mehbooba Mufti says, "...We Kashmiri people want our Kashmiri Pandits to come back and live the way we used to live...BJP used them as a weapon. They used the pain and suffering of Kashmiri Pandits as a weapon and sold that weapon in the whole country to… pic.twitter.com/TzRN8SG9HN
— ANI (@ANI) April 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)