কর্তব্যরত অবস্থায় কেরলের হাসপাতালে খুন হন বন্দনা দাস (Vandana Das) নামের এক মহিলা ডাক্তার। কোট্টারাক্কারার তালুক হাসপাতালে সন্দীপ নামের এক রোগী কোনও কারণ ছাড়াই সার্জিক্যাল কাঁচি দিয়ে ডাক্তার বন্দনা দাসকে নিশৃংসভাবে খুন করে। মহিলা সেই ডাক্তারের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্য়দের সঙ্গে দেখা করতে গিয়ে শোকে কাঁদতে দেখা যায় কেরলের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ (Veena George)-কে।
কেরলের প্রধান বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, রাজ্যে সিপিএম সরকারের স্বাস্থ্যমন্ত্রী ভিনা সত্যি কাঁদেননি। সহানুভূতি আদায়ের জন্য চোখে গ্লিসারিন (Glycerine) ব্যবহার করে জল আনেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীকে চোখে গ্লিসারিন ব্যবহার করতে দেখেন এক ব্যক্তি। এমন দাবি কংগ্রেসের নেতাদের।
দেখুন টুইট
#Kerala unit of #Congress alleged that state Health Minister #VeenaGeorge used glycerine to cry while visiting the kin of woman doctor #VandanaDas who was murdered while on duty. pic.twitter.com/XxqtKiqp34
— IANS (@ians_india) May 12, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)