কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা নিয়ে জল্পনা চলছে। দক্ষিণ ভারতে একমাত্র বিজেপি শাসিত রাজ্যে যে কোনো দিন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন, এমনই জল্পনা। কর্ণাটক বিধানসভা নির্বাচন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বেঙ্গালুরুতে জানালেন, চলতি বছর ২৪ মে শেষ হচ্ছে কর্ণাটক বিধানসভার মেয়াদ। ফলে তার আগেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া শেষ করতে হবে।

তাঁর কথাতেই সাফ হয়ে গেল খুব শীঘ্রই কর্ণাটকে ভোটের দিন ঘোষণা করা হবে। রাজ্যে ৮০ বছরের ঊর্ধ্বে ভোটারদের জন্য এবার ঘর থেকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে রাজীব কুমার জানান। আরও পড়ুন-গণধর্ষণে অভিযুক্তর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙলেন মহিলা পুলিশ, দেখুন ভিডিয়ো

প্রসঙ্গত, কর্ণাটকে মোট ২২৪টি বিধানসভা আছে। গতবার, ২০১৮-তে এক দফায় ২২৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছিল ১২ মে, ফলপ্রকাশ হয় ১৫ মে।

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)