৭ আইপিএস অফিসারকে বদলি কর্ণাটক সরকারের। রাজ্য সরকারের নোটিফিকেশন অনুযায়ী ডেপুটি জেনারেল এবং কমিশনার অফ পুলিশ ম্যাঙ্গালুরু শহর, এন শশী কুমারকে রেলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পদে পাঠানো হয়েছে। ২০০৭ এর ব্যাচের আইপিএস অফিসার তিনি।
২০১১ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ কুমার আর জৈন স্থলাভাষিক্ত হলেন এন শশীকুমারের বদলে। এর আগে তিনি বেঙ্গালুরু শহরের পশ্চিম ডিভিশনে ট্রাফিকের ডেপুটি কমিশনার অফ পুলিশ হিসেবে নিযুক্ত ছিলেন।
ডেকা কিশোর বাবু, সুপারিনটেন্ডেন অফ পুলিশ, ওয়্যারলেস ডিভিশন, বেঙ্গালুরু। তাঁকে পাঠানো হয়েছে সুপারিনটেন্টেট অফ পুলিশ ইনটেলিজেন্স, বেঙ্গালুরুতে।
কোনা বামসি কৃষ্ণা ২০১৪ ব্যাচের আইপিআস অফিসার, ফার্স্ট ব্যাটালিয়ন কর্ণাটক রিজার্ভ পুলিশ ফোর্স। তাকেঁ পাঠানো হয়েছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ওয্যারলেস বেঙ্গালুরুতে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ সিটি আর্মড হেডকোয়াটার্স, বেঙ্গালুরু মহম্মদ সুজেতা। যিনি ২০১৪ ব্যাচের আইপিএস অফিসার। তাঁকে পাঠানো হয়েছে বেঙ্গালুরু দক্ষিণ ট্রাফিকে সিটি কমিশনার অফ পুলিশ হিসেবে।
২০১৫ ব্যাচের কোপ্পাল অরুনাংশু গিরি যিনি ২০১৫ ব্যাচের আইপিএস অফিসার। তাঁকে পাঠানো হয়েছে সিটি আর্মড হেডকোয়াটারে, ডেপুটি পুলিশ কমিশনার অফ পুলিশ পদে নিযুক্ত হবেন তিনি।
এছাড়া, সুপারিনটেনডেন্টঅফ পুলিশ কর্ণাটক লোকাযুক্তের বেলাগাভি ইশোদা ভান্টাগোডি। তাঁকে পাঠানো হয়েছে কোপ্পালের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে।
Karnataka govt transfers seven IPS officers
Read @ANI Story | https://t.co/7KyTQVW5EF#Karnataka #KarnatakaGovernment #IPS #IPSofficertransfer pic.twitter.com/cRF3TZR8a3
— ANI Digital (@ani_digital) February 24, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)