ঝাড়খণ্ডের (Jharkhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন (Champai Soren) কি বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন, এমন প্রশ্ন বেশ কিছুদিন ধরেই উঠতে শুরু করেছে। যার সোজাসাপ্টা উত্তর চম্পই না দিলেও, এবার একটি ছবি সামনে এল। যা প্রকাশ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। হিমন্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে যে ছবি শেয়ার করেন, সেখানে দেখা যায়, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ করেন। শাহ-সোরেন বৈঠকের ছবি প্রকাশ করে হিমন্ত বিশ্বশর্মার দাবি, আগামী ৩০ অগাস্ট চম্পই বিজেপিতে যোগ দেবেন। চম্পই এবং শাহের বৈঠকে দেখা যায় হিমন্ত বিশ্বশর্মাকেও। যে ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়। প্রসঙ্গত হেমন্ত সোরেন (Hemant Soren) জামিনে মুক্ত হওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পই সোরেন। মুখ্যমন্ত্রী পদ থেকে চম্পইয়ের সরে যাওয়ার পর থেকেই ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে যায়।

অমিত শাহ-র সঙ্গে চম্পই সোরেনের বৈঠক। সেই ছবি শেয়ার করেন অসমের মুখ্যমন্ত্রী, দেখুন...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)