ভয়াবহ ঘটনা ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের ধানবাদের একটি  বেআইনি কয়লা খনিতে আচমকা অঘটন ঘটে শুক্রবার। যার জেরে পরপর ৩জনের মৃত্যুর খবর মিলেছে। পাশাপাশি ধানবাদের ওই কয়লা খনিতে বহু মানুষ আটকে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার জানান, বিসিসিএলের একটি খনিতে ধস নেমেছে। ধস নামার পর সংশ্লিষ্ট জায়গা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যে কজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে,তা দেখা হচ্ছে খতিয়ে। সেই সঙ্গে বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। বিসিসসিএলের রিপোর্ট এলে তবেই এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলে জানান ধানবাদের এসএসপি।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)