শনিবার নির্বাচনের দিন ঘোষনার দিন মুম্বইয়ে শেষ হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজ (১৭ মার্চ, রবিবার) সকাল থেকেই নির্বাচনকে মাথায় রেখে মুম্বই থেকে শুরু হল কংগ্রেসের 'জন ন্যায় পদযাত্রা'।যাত্রা শুরু হয়েছে মণিভবন মিউজিয়াম থেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং অভিনেত্রী স্বরা ভাস্কর এই যাত্রায় অংশ নিয়েছেন। জন ন্যায় পদযাত্রা শুরুর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার তার ৬৩ দিনের 'ভারত জোড়া ন্যায় যাত্রা' শেষ করে কেন্দ্রীয় মুম্বইয়ে ডক্টর বিআর আম্বেদকরের স্মৃতিসৌধ চৈত্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন করেন এবং সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। এই সময় তাঁর সঙ্গে উপস্থিৎ ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতির বোন এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)