২০১৮ সালে জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের জন্য একটি মেডিক্যাল স্কিম চালু করে রিলায়েন্স। এই মামলায় অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল বিমা এবং ত্রিনিতি রিইনসিওরেন্স ব্রোকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই। ২০১৮ সালে সেখানকার রাজ্যপাল থাকাকালীন সেই সংক্রান্ত চুক্তি বাতিল করেছিলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। বিমা স্কিমটিতে গরমিলের অভিযোগ তুলেছিলেন তিনি। সেই সংক্রান্ত মামলায় আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। এবার বিমা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করতে  সিবিআই -এর দল পৌঁছল প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের  দিল্লির বাসভবনে।

কিছুদিন আগে দিল্লির আরকে পুরমের থানায় জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপালের আচমকা হাজিরা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে ছিল। সকলে মনে করেছিল গ্রেপ্তার হয়েছেন সত্যপাল মালিক? যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ (Delhi Police)। তাদের দাবি, নিজের ইচ্ছেতেই উনি থানায় এসেছিলেন। আমরা গ্রেপ্তার করিনি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)