হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্বে বেশ কিছু জায়গা থেকে উত্তেজনার খবর এল। রোহতাকে ভোটদানের মাঝে বিজেপি-কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে গেল। বেশ কিছু বুথে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভোটে অনিয়মের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। প্রথমবার ভোট দিলেন প্যারিস অলিম্পিকে জোড়া পদকজয়ী শ্যুটার মানু ভাকের। হরিয়ানায় এবার কংগ্রেস প্রার্থী হয়ে লড়ছেন প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেও দুর্ভাগ্যজনকভাবে পদক থেকে বঞ্চিত হওয়া কুস্তিগীর বীনেশ ফোগাত।

দুপুর ৩টে অবধি ভোটদানের হার ৪৯.১৩ শতাংশ। সন্ধ্যা ৬টা অবধি হবে ভোটগ্রহণ। তার পরই বিভিন্ন টিভি চ্যানেলে শুরু হবে এক্সিট পোল। জম্মু-কাশ্মীর ও হরিয়ানা ভোটে কে জিততে চলেছে তারই পূর্বাভাস থাকবে এক্সিট পোলে। ৮ অক্টোবর, মঙ্গলবার হরিয়ানা ও জম্মু-কাশ্মীর বিধানসভার ফলপ্রকাশ।

ভোট দিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী মানু ভাকের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)