পুজোর মরশুমে অর্থাৎ গত ছত্রিশ দিনে ৪৫২১টি বিশেষ ট্রেন চালিয়েছে ভারতীয় রেল। ভারতীয় রেলওয়ে সূত্রে জানা গেছে মোট ৬৫ লক্ষ যাত্রী এই ট্রেনগুলিতে ভ্রমণ করেছেন।রেল মন্ত্রক জানিয়েছে যে ভারতীয় রেলে 6 কোটি 85 লক্ষেরও বেশি যাত্রী বিহার, পূর্ব উত্তর প্রদেশ এবং ঝাড়খণ্ডে ভ্রমণ করেছেন।
এছাড়া দীপাবলীর পর থেকে ছট পুজো উপলক্ষে চলতি মাসের ৮ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রতিদিন ১৬০টি বিশেষ ট্রেন চালানো হবে। ছট পুজো ও জগদ্বাত্রী পুজো সহ উৎসবের মরসুমের অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতেই এই উদ্যোগ। সমস্তিপুর, দানাপুর এবং অন্যান্য বিভাগের জন্যও অতিরিক্ত ট্রেন ঘোষণা করা হয়েছে। আগামীকাল থেকে ১৬৪টি বিশেষ ট্রেন চালানোর কথা রয়েছে। যাতে যাত্রীরা উৎসব উদযাপন করে তাদের গন্তব্যে ফিরে যেতে পারে তাই এই উদ্যোগ। রেলওয়ে আগামী তিন দিনে প্রায় 476টি ট্রেনের পরিকল্পনা করেছে। চলতি মাসের ৪ তারিখে একদিনে তিন কোটির বেশি যাত্রী পরিবহনের মাইলফলকও অর্জন করেছে রেল।
भारतीय रेलवे यात्रियों की सुविधा के लिए कल से 164 विशेष रेल गाड़ियां चलाएगा।
त्योहार मनाने के बाद अपने-अपने घर जाने वालों को इससे लाभ पहुंचेगा। अगले तीन दिनों तक करीब 476 रेलगाड़ी चलाने की योजना है। pic.twitter.com/1AG2rTqoaZ
— आकाशवाणी समाचार (@AIRNewsHindi) November 7, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)