কোন দল নির্বাচনী বন্ডে কত টাকা পেয়েছে, সব তথ্য জনসমক্ষে এনেছে জাতীয় নির্বাচন কমিশন। কোন দলের কতটা লক্ষ্মীলাভ হয়েছে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে, সব তথ্য এবার প্রকাশ্যে এসেছে। জাতীয় দলের তুলনায় পিছিয়ে নেই আঞ্চলিক দলও । জানা গেছে ডিএমকেও ইলেক্টোরাল বন্ড লটারিতে বিপুল অনুদান পেয়েছে। তথ্য অনুযায়ী ডিএমকে নির্বাচনী বন্ডের মাধ্যমে মোট ৬৫৬.৫ কোটি টাকা অনুদান পেয়েছে। যার মধ্যে ফিউচার গেমিংএর কর্ণধার লটারি কিং সান্তিয়াগো মার্টিন ৫০৯ টাকা দান করেছেন। তবে শুধু ডিএমকে নয়, বহু রাজনৈতিক দল ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে কোটি কোটি টাকার অনুদান পেয়েছে। দেশের বৃহত্তম দল বিজেপির পাশাপাশি যার মধ্যে রয়েছে কংগ্রেস, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (AIDMK), মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস( TMC) তেলেগু দেশম পার্টি (TDP), ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি, এনসিপি, জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টির মতো দলগুলিও ।
DMK received Rs 656.5 crore through electoral bonds, including Rs 509 crore from lottery king Santiago Martin's Future Gaming: EC data
— Press Trust of India (@PTI_News) March 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)