সম্প্রতি চালক ছাড়াই ঘণ্টায় ৭০-৭৫ কিলোমিটারেরও বেশী গতিবেগে জম্মু-কাশ্মীরের কাঠুয়া থেকে একটি ট্রেন পঞ্জাবে ছুটে গিয়েছিল। রেলের গাফলতির ছবি দেখে তাজ্জব হয়েছিল দেশ। কাঠুয়া স্টেশনে মালগাড়িটির ইঞ্জিন চালু রাখা অবস্থায় দাঁড় করিয়েই নেমে পড়েন চালক। তারপর সেই ট্রেন চালক ছাড়াই শুধু ইঞ্জিনের সাহায্যে ক্রমশ গতি বাড়াতে বাড়াতে ১০০ কিমি বেগে পৌঁছে গিয়েছিল পঞ্জাবে। শেষ অবধি কাঠের গুঁড়ি, স্লিপার ফেলে কোনওরকমে ভূতুড়ে ট্রেনটিকে থামানো সম্ভব হয়েছিল।
এই কাণ্ডে ৬ জন অধিকারিক, লোক-পাইট বা চালকের পর এবার কাঠুয়ার স্টেশন মাস্টারকে চাকরি থেকে বরখাস্ত করল উত্তর রেলওয়ে। এই কাণ্ডে স্টেশন মাস্টারের পরিষ্কার গাফলতি দেখতে পায় এই কাণ্ডের তদন্তকারীরা। তাদের শাস্তি কমানোর জন্য ৪৫ দিন পর উচ্চ কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন স্টেশন মাস্টার ও লোকো-পাইলট।
দেখুন খবরটি
Driverless Train in Punjab: After Loco-Pilot, Northern Railways Removes Kathua Station Master From Service #Kathua #JammuAndKashmir https://t.co/27J6Zuh9oC
— LatestLY (@latestly) March 5, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)