দিল্লির (Delhi Air Pollutin) দূষণ পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ইতিমধ্যেই রাজধানী শহরের দূষণের মাত্রা অত্যন্ত গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে। দিল্লির পাশাপাশি গাজ়িয়াবাদের দূষণ পরিস্থিতিও গুরুতর। ফলে গাজ়িয়াবাদের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, গাজ়িয়াবাদের সব স্কুল বন্ধ থাকবে বলে স্পষ্ট জানানো হয় প্রশাসনের তরফে। অন্যদিকে দিল্লির সমস্ত স্কুলকেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির বাতাসের গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়াতেই সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুগ্রামের সব স্কুলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দূষণের মাত্রা না কমা পর্যন্ত কোনওভাবেই গুরুগ্রামের স্কুলগুলি খোলা হবে না বলে জানানো হয় প্রশাসনের তরফে। ফলে দিল্লির ও তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলিতে দূষণের মাত্রা ভয়াবহতা পেরিয়েছে, সেখানে সমস্ত স্কুলে অনলাইন ক্লাস হবে বলেও জানায় প্রশাসন।
দেখুন দিল্লির দূষণ পরিস্থিতির কী হাল...
दिल्ली-एनसीआर में प्रदूषण का स्तर बद से बदतर होता जा रहा है. पॉल्यूशन की वजह से इन राज्यों में नहीं खुलेंगे स्कूल, सिर्फ ऑनलाइन ही चलेंगी क्लासेज#Pollution #Airquality #Noida #Gurugram https://t.co/JijOWegq9E
— ABP News (@ABPNews) November 25, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)