মঙ্গলবার কাকিনাড়ায় (Kakinada) আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় (Cyclone Montha)। মন্থার আছড়ে পড়ার সময় যত এগোচ্ছে, তত পরিস্থিতি খারাপ হচ্ছে অন্ধ্রপ্রদেশে। উপকূল এলাকা থেকে স্থানীয়দের সরানো হচ্ছে। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশে ৪০০ আশ্রয় শিবির খোলা হয়েছে যেখানে উপকূল থেকে স্থানীয়দের সরিয়ে রাখা হচ্ছে।
তবে মন্থা আছড়ে পড়ার পর কোথায় কত কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় প্রবাহিত হতে পারে, তার তালিকা প্রকাশ করা হয় আবহাওয়া দফতরের তরফে। হাওয়া অফিস জানিয়েছে, সাইক্লোন মন্থা স্থলভাগে আছড়ে পড়ার পর মছলিপত্তমে ঘণ্টায় গতিবেগ হতে পারে ৯৩ কিলোমিটার। কাকিনাড়ায় ৮২ কিমি। বিশাখাপত্তনমে ৬৮ কিমি। রাজামুন্ড্রিতে ৬৫ কিমি। মারতেরুতে ৬২ কিমি। গঙ্গাভরমে ৫৮ কিমি। চিনথাপল্লীতে ৫৫ কিমি এবং বাদওয়েলে ৫২ কিলোমিটার হতে পারে গতিবেগ।
তবে স্থলভাগে আছড়ে পড়তেই এই সাইক্লোনের গতিবের ১০০ থকেে ১১০ কিলোমিটার হতে পারে প্রত্যেক ঘণ্টায়।
প্রচণ্ড গতিতে যেমন ঝড় বাইতে শুরু করেছে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায়, তেমনি মুষলধারে বৃষ্টিও শুরু হয়েছে।
দেখুন হাওয়া অফিসের তরফে কী জানানো হল সাইক্লোনের গতিবেগ নিয়ে...
Hourly Update based on 0900 UTC (1430 Hrs IST) of today, 28th Oct 2025 on Severe #CyclonicStorm #MONTHA pic.twitter.com/FkCQi9gJ57
— India Meteorological Department (@Indiametdept) October 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)