জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) অব্যাহত ভূমিধস। রামবান জেলার পেরনোট গ্রামের একাংশ ধারাবাহিকভাবে ভেঙে পড়ছে। বাড়ি, দোকানসহ একাধিক জিনিসপত্র মাটির তলায় চলে যাচ্ছে। গৃহহীন বাসিন্দারা এলাকার পঞ্চায়েত ঘরে গিয়ে আশ্রয় নিচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী দল রয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য পর্যাপ্ত খাবার, ওষুধপত্রের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। বিগত কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের জন্য পর্যটকদের আনাগোনাও কমেছে।

বিগত কয়েকদিন ধরে হওয়া এই ভূমিধসে এখনও পর্যন্ত ৫০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গুল ও রামবান এলাকার যোগাযোগ পথ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী একাধিক ইলেট্রিক খুঁটি, বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান, স্কুল ভেঙে পড়েছে। ইতিমধ্যেই ভূতত্ত্ব বিশেষজ্ঞদের তলব করা হয়েছে এই ভূমিধসের কারণ খতিয়ে দেখার জন্য।

স্থানীয় প্রশাসন গোটা বিষয়টি নজরদারির মধ্যে রেখেছে। পাশাপাশি প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। তবে এই ভূমিধস আরও কতটা ভয়ঙ্কর রূপ নেয় এখন সেটাই দেখার।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)