ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে একটু পরেই দেশের বিরোধী দলগুলির জোট INDIA-র মহাসমাবেশ হতে চলেছে। জেলে যাওয়া ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনের ডাকে 'ন্যায় উলগুলান মহার্যালি' শীর্ষক ইন্ডিয়া (INDIA) জোটের মহাসমাবেশে মল্লিকার্জন খাড়গে থেকে শরদ পাওয়ার, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরিরা উপস্থিত থাকছেন। কিন্তু শরীর খারাপ হয়ে যাওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাঁচির ইন্ডিয়ার সমাবেশে থাকতে পারছেন না। আজ, রবিবার দলের কোনও সভাতেই যেতে পারেননি রাহুল। অত্যধিক গরমে তাঁর শরীর খারাপ হয়েছে বলে সূত্রের খবর।
রাঁচির ইন্ডিয়ার মহা সমাবেশে তৃণমূলের (TMC) প্রতিনিধি হাজির থাকবেন জোড়াসাঁকোর বিধায়ক বিবেক গুপ্ত। এর আগে দিল্লির ইন্ডিয়ার সমাবেশে তৃণমূল প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন ও সাগরিকা ঘোষ।
দেখুন খবরটি
JUST IN | Congress leader #RahulGandhi will not attend the INDIA rally at Jharkhand and his other election campaigns as he is unwell, reports @fewcan
— The Hindu (@the_hindu) April 21, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)