নয়াদিল্লিঃ নিয়ম মেনে ১১১ পাত্রীর কন্যাদান করলেন গুজরাটের(Gujarat) মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল(Bhupendra Patel)। সুরাটের(Surat) সাভানি পরিবার(Savani Family) দীর্ঘদিন ধরে এক গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তা হল পিতৃহীন কন্যাদের বিয়ের দায়িত্ব। এই অনুষ্ঠান সুরাটে 'পিয়ারিয়ু' নামে প্রচলিত। শনিবার এই বিশেষ বিবাহ অনুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। নিজের হাতে ১১১ জন পাত্রীর কন্যাদান করেন তিনি। তাঁদের মাথায় আশীর্বাদের হাত রাখেন মুখ্যমন্ত্রী।এদিন পিপি সাভানি চৈতন্য বিদ্যা সংকুলে এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ২০১১ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছে সুরাটের সাভানি পরিবার। বিগত কয়েকবছরে প্রায় ৫ হাজারের বেশি মেয়ের বিয়ে দিয়েছে এই পরিবার। মূলত পিতৃহীন কন্যাদের বিয়ের দায়িত্ব নেয় এই পরিবার।

 নিয়ম মেনে ১১১ পাত্রীর কন্যাদান করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)