কেরালার তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) কলেরার আরও পাঁচটি ঘটনা সামনে এসেছে। যার ফলে কেরালায় এখনও অবধি কলেরা আক্রান্তের (Cholera outbreak in Kerala) সংখ্যা গিয়ে দাঁড়াল সাতজন এবং সবকটি এসেছে শ্রী কারুণ্য মিশন চ্যারিটেবল স্কুল সোসাইটি পরিচালিত হোস্টেল থেকে। ওই স্কুল থেকেই একজনের সন্দেহজনক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। যার ফলে কলেরার বিস্তার রোধে সতর্কতামূলক এবং প্রতিরোধমূলক ব্যবস্থা আরো জোরদার করেছে রাজ্য।
কয়েকদিন আগে কেরালার একটি প্রাইভেট কেয়ার হোমে কলেরার প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। যার পরেই রাজ্যের স্বাস্থ্য বিভাগ নড়েচড়ে বসে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের মতে, ঘটনাটি তিরুবনন্তপুরমের নেয়াত্তিঙ্করা এলাকায় ঘটেছে। তারপরেই জেলা মেডিকেল অফিসারের নেতৃত্বে নেয়াত্তিঙ্করা এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়।
এখনও অবধি রাজ্যে ২২জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ১৪ জন সরকারি মেডিকেল কলেজ তিরুবনন্তপুরম, দুইজন স্যাট (SAT) হাসপাতালে এবং ছয়জন ইরানিমুত্তমের কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি রয়েছেন।
#Kerala: Five more cases of #cholera were confirmed in Thiruvananthapuram, making the confirmed cases tally to seven. The State Health Department had strengthened the precautionary and preventive measures to contain the spread.
— All India Radio News (@airnewsalerts) July 12, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)