নতুন করে বিপর্যয় নেমে এল উত্তরাখণ্ডে (Uttarakhand) আবার। এবার চামোলিতে মেঘভাঙা (Chamoli Cloudburst) বৃষ্টিতে হু হু করে ভেসে গেল প্রায় সবকিছু। চামোলির নন্দানগর ঘাট এলাকায় বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। যার জেরে পাহাড়ি নদীর জলস্রোতে ভেসে যেতে শুরু করে একের পর এক গ্রাম। চামোলির কুন্তি নাংগাফালি এলাকায় বিপর্যয় নেমে আসে বুধবার মাঝ রাতে। জলের স্রোতে ভেসে যায় ৬টি বাড়ি। জলের তুমুল স্রোত যখন পাহাড় বেয়ে নেমে আসতে শুরু করে, সেই সময় ৭ জন নিখোঁজ হয়ে যান। তবে উদ্ধারকারী দলের সহায়তায় ২ জনকে কোনওক্রমে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত।

চামোলিতে মেঘভাঙা বৃষ্টির পর থেকে সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে। যা বৃহস্পতিবার সকাল থেকেও অব্যাহত।

বর্ষার মরশুম শুরু হতে না হতেই উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ ভাসতে শুরু করেছে। প্রবল বৃষ্টিতে যখন উত্তাল হয়ে ছুটে আসছে পাহাড়ি নদী আবার কখনও ধ্বস নামতে শুরু করেছে। পাহাড়ের কোলে অবস্থিত এই দুই রাজ্যকে নিয়ে তাই সরকারের চিন্তা ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: Cloudburst In Chamoli: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি, ভাঙল ঘরবাড়ি, নিখোঁজ ৬

দেখুন মেঘভাঙা বৃষ্টিতে কীভাবে বিপর্য নেমে আসে চামোলিতে...

 

মেঘভাঙা বৃষ্টিতে চামোলিতে ধ্বংসের চিহ্ন স্পষ্ট...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)