ভোটগ্রহণ চলছে বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্রে। কিন্তু তারই মাঝে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ তেজস্বী সূর্য (Tejasvi Surya)-র বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে ভোটদানের অভিযোগে জয়ানগর পুলিশ স্টেশনে মামলা দায়ের করল কর্ণাটকের নির্বাচন কমিশন। বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্রে গত দু বারের জয়ী বিজেপি প্রার্থী তেজস্বী সূর্য এদিন তাঁর এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন, যাতে ধর্মের ভিত্তিতে ভোটের কথা পরিষ্কার রয়েছে বলে অভিযোগ। মোদী-শাহ-র প্রিয় পাত্র তেজস্বী-র এই আচরণের জন্য কঠোর শাস্তি দাবি করেছেন বিরোধী নেতারা। তেজস্বী সূর্য-র বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী সৌম্য রেড্ডি এবার প্রচারে ঝড় তুলে তাঁকে চাপে রাখেন।
দেখুন খবরটি
Chief Electoral Officer, Karnataka tweets "Case is booked against Tejasvi Surya MP and Candidate of Bengaluru South PC on 25.04.24 at Jayanagar PS u/s 123(3) for posting a video in 'X' handle and soliciting votes on the ground of religion." pic.twitter.com/i5mEmzXr84
— ANI (@ANI) April 26, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)