নয়াদিল্লি-নিউ ইয়র্ক এয়ার ইন্ডিয়ার উড়ানে মত্ত অবস্থায় তাঁর পাশের আসনে বসে থাকা এক বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন মুম্বাইয়ের বাসিন্দা শংকর মিশ্র। এয়ার ইন্ডিয়া বিমানে (Air India Flight) বৃদ্ধার গায়ে প্রস্রাবের অভিযোগের ঘটনার পর থেকেই  দিল্লি পুলিশ শঙ্করের খোঁজে চিরুণি তল্লাশি চালাচ্ছিল। পুলিশের ২টি দল পাড়ি দিয়েছিল মুম্বই (Mumbai) এবং বেঙ্গালুরুতে (Bengaluru)। অবশেষে ব্যাঙ্গালুরু থেকে আটক করা হল শঙ্করকে। দিল্লি পুলিশ সূত্রে  খবর সেখানে অভিযুক্তের এক বোন থাকেন। কয়েকদিন আগেও অভিযুক্ত শঙ্কর বোনের বাড়িতে এসেছিল বলে পুলিশ জানতে পারে। শুক্রবার অভিযুক্তের খোঁজে বেঙ্গালুরু যায় পুলিশের দলটি। গতিবিধি জানতে শঙ্করের বোনকে জিজ্ঞাসাবাদ করা হয়।তারপরেই জালে আসেন অভিযুক্ত শঙ্কর মিশ্র।

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)