ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর। দেশের পাবলিক সেক্টর ব্য়াঙ্ক কর্মীদের ১৫.৯৭ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হল। মে, জুন ও জুলাই-এই তিন মাসের জন্য ব্যাঙ্ক কর্মীরা ১৫.৯৭ শতাংশ ডিএ পাবেন। এর ফলে দেশের ৮ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী উপকৃত হবেন। ২০২২ সালের নভেম্বর থেকে এটির প্রভাব কার্যকর হবে।
ভারতীয় ব্যাঙ্কিং সংস্থা আইবিএ-র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিষদ ১২ এর ১৩ নং অনুচ্ছেদে এবং ০৮.০৩.২০২৪ তারিখের ১২তম দ্বিপক্ষীয় নিবন্ধন এবং ০৮.০৩.২০২৪ তারিখের যৌথ নোটের ২ (ই) নং অনুচ্ছেদে, মে, জুন এবং জুলাই ২০২৪ মাসের জন্য শ্রমিক ও অফিসার কর্মচারীদের প্রদানযোগ্য মহার্ঘ্য ভাতা হবে ১৫.৯৭% 'বেতন' (সিপিআই ২০১৬ এর ১২৩.০৩ পয়েন্ট অধিক দ্বিমিক জটিল স্থান পরিবর্তনের জন্য প্রতি সেকেন্ড দশমিক স্থানে পে উপর ০.০১% ডিএ পরিবর্তন)।
এদিকে, ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । জামাই ষষ্ঠীর আগেই রাজ্য সরকারের কর্মীদের মুখে হাসি ফুটল। লোকসভা ভোটের আগেই ডিএ ৪ শতাংশ বাড়িয়েছিল রাজ্য সরকার। এবার জানানো হল, মে নয়, বরং এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা।
দেখুন খবরটি
#Bank employees' dearness allowance has been hiked and will be 15.97% for May, June and July 2024. https://t.co/BoITyF3BxK
— Business Today (@business_today) June 11, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)