নয়াদিল্লিঃ প্রবল বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশে(Andhra Pradesh) সৃষ্টি হয়েছে বন্যা(Flood) পরিস্থিতি। জলের তলায় রাজ্যের বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন নিচু এলাকার বাসিন্দারা। বন্যা ঠেকাতে প্রথম থেকেই তৎপর নাইডু সরকার। মঙ্গলবার সকাল থেকে বিজয়ওয়ারার বিভিন্ন অঞ্চল ঘুরে-ঘুরে বন্যা দুর্গতদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে। কিছু অঞ্চলে পৌঁছতে হেলিকপ্টারের সাহায্য নিতে হয়। এ বার দেখা গেল অন্য ছবি। ড্রোনের সাহায্যে জলমগ্ন এলাকায় আটকে পড়া মানুষজনের জন্য খাবার, পানীয় জল, ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল অন্ধ্র সরকার। মঙ্গলবার বেলায় বিজয়ওয়ারার বিভিন্ন অঞ্চলে এভাবেই পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় জিনিসপত্র।

 ড্রোনের সাহায্যে দুর্গতদের জল-খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)